খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না সরকার: বিএনপি

0
122

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা অভিযোগ করে বলেছেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও বিদেশে যেতে দিচ্ছে না সরকার।

তারা দাবি করেন, মেডিকেল বোর্ডের চিকিৎসকদের পরামর্শমতো এখনও খালেদা জিয়ার অসুস্থতায় ‘ট্রিপস’ করা এবং বিদেশে উন্নত হাসপাতালে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হলে তাঁর অবস্থার হয়তো উন্নতি ঘটবে।

আরো দুই দিন আগে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয় জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে তাঁর চিকিৎসকদের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে দেশবাসীর মতো বিএনপির সব পর্যায়ের নেতাকর্মী, সদস্য ও সমর্থকরা উদ্বিগ্ন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতকে গুরুত্ব দিয়ে তাঁর জীবন রার জন্য অবিলম্বে বিদেশে যাওয়ার অমানবিক বাধা দূর করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন নেতারা।

বৈঠকে খালেদা জিয়ার দন্ড স্থগিতের শর্ত, বয়স এবং অসুস্থতা নিয়ে সরকারপ্রধান ও মন্ত্রীদের অশোভন, নিষ্ঠুর ও অমানবিক বক্তব্য এবং প্রচলিত আইনের অযৌক্তিক ও ভ্রান্ত ব্যাখ্যার’ তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতারা।

স্থায়ী কমিটির নেতারা বলেন, বিনা ভোটে জোর করে মতা দখলকারী বর্তমান সরকার খালেদা জিয়াকে জীবিত দেখতে চায় না। তাঁর অন্যতম প্রমাণ হলো প্রধানমন্ত্রীর বক্তব্য। এ প্রসঙ্গে খালেদা জিয়াকে ‘টুস করে পদ্মার পানিতে ফেলে দেওয়ার’ ইচ্ছা প্রকাশ এবং সম্প্রতি ‘৮০ বছর বয়স হয়েছে, চলেই তো যাবে, এত কান্নাকাটির কী আছে? বক্তব্যের উদাহরণ দেন বিএনপি নেতারা।

বৈঠকে বিএনপির নীতিনির্ধারক নেতারা বলেন, কোনো দেশের সরকারপ্রধান তো দূরের কথা, কোনো সভ্য, মানবিক, সুস্থ সাধারণ নাগরিক প্রতিপ সম্পর্কে এমন সন্ত্রাসীসুলভ কথা বলতে পারেন না। যে সরকার দেশনেত্রীর মৃত্যু চায়, সেই সরকার তাঁর সুচিকিৎসায় অন্যায়ভাবে বাধা দেবে এটাই স্বাভাবিক।

বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির অন্য সদস্যরা সংযুক্ত হন।