খালেদা জিয়ার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ

0
129

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে মুক্তির প্রায় দেড় মাস পর দলের মহাসচিব দেখা করেছেন।

সোমবার রাত ৯টার দিকে দলটির চেয়ারপার্সনের বাসায় যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নানা বিষয় নিয়ে প্রায় ঘন্টা খানেক তাদের মধ্যে কথা হয়।

চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা জানান, সোমবার রাত ৯টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজায় গিয়ে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল। এই কর্মকর্তা আরো জানান, করোনাভাইরাসের সংক্রমণসহ সার্বিক বিষয়ে অবগত হতেই তিনি দলের মহাসচিবের সঙ্গে কথা বলেন।

দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে ৬ মাসের জামিন পান। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পেয়ে গুলশানের বাসা ফিরোজায় ওঠেন। মুক্তির দিনই মির্জা ফখরুল ও দলের শীর্ষ নেতারা খালেদার দেখা পান। এরপর নিজের চিকিৎসক ও পরিবারের সদস্য ছাড়া কারও সঙ্গে খালেদা জিয়া দেখা করেননি।