খুলনায় অগ্নিকান্ডে ৩৫ দোকান ভস্মীভূত

0
116
Khulna-Dro-27-p-13-compressed
বটিয়াঘাটার নতুন বাস স্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ড।

দ্রোহ অনলাইন ডেস্ক

বুধবার ভোরে বটিয়াঘাটা উপজেলার নতুন বাস স্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ৩৫ দোকান ভস্মীভূত হয়ে গেছে।
ভুক্তভোগীরা দাবি করছেন উক্ত অগ্নিকান্ডে প্রায় কোটির টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাস স্ট্যান্ড এলাকায় ভোর ৪টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পসময়ের মধ্যে আশে পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সাহায্যের ঘোষণা দেয়। এতে স্থানীয়রা ছুটে আসে। প্রাথমিকভাবে তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আশে পাশের ৩৫ দোকান ভস্মে পরিণত হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে নতুন বাস স্ট্যান্ডের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।