খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্র্যাক কর্মী নিহত

0
150
rta-dro-21-11-2020-p1
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

খুলনার তেরখাদায় ওভারটেক করতে গিয়ে বাসের সাথে ধাক্কালেগে এক ব্র্যাক কর্মী নিহত হয়েছেন।

শনিবার সকালে ব্র্যাক কর্মী আবুল কালাম খান উপজেলার সাচিয়াদহ বাজারের কাছে দুর্ঘটনার শিকার হন। নিহত ব্র্যাক কর্মীর বাড়ি গোপালগঞ্জে।

থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি তেরখাদা থেকে খুলনার দিকে আসছিল। সাচিয়াদহ বাজারের সন্নিকটে ওভারটেক করার সময় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। ঘাতক বাস ও চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে।