খেলনা

0
108

শিশুতোষ খেলনার পসরা সাজিয়ে চলেছে ফেরিওয়ালা। গ্রামের পর গ্রাম ঘুরে সব খেলনা বিক্রি করে তবেই সে সন্ধ্যায় ঘরে ফিরবে। পাতলা ফোমের তৈরী পাঁচমিসালি রঙ এর খেলার ফেরিওয়লার ছবিটি রবিবার সকাল ১১টা ১০ মিনিটে কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ড এলাকা থেকে তোলা।