দৌলতপুর প্রতিনিধি
দৌলতপুরে একটি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ বলেন, খেলাধুলা যুব সমাজকে বিপথগামীতা থেকে দূরে রাখতে পারে। মেয়েরাও খেলাধুলার দিকে ঝুকছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফিলিপনগর সূর্য তরুন ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির অন্যতম উদ্যোক্তা মাহবুবুর রহমান মাষ্টার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মায়াবী রোমান্স মল্লিক, ডা. রাশেদুল হাসান রিপন, আওয়ামী লীগ নেতা ওরস কবিরাজ, নাসির উদ্দীন।
ফিলিপনগর সূর্য তরুন ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আলিনগর ক্রিকেট একাদশ চেতনায় ৭১ ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিরতন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।