খোকসায় ছিটকে পরে কিশোর ভ্যান চালকের মৃত্যু

0
132

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে দ্রæতগামী পাখিভ্যান থেকে ছিটকে পরে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার আমাবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রন হারিয়ে নিজের ভ্যান থেকে ছিটকে পরে পরশ (১৮) নামের এই চালকের মৃত্যু হয়েছে। সে কুমারখালী উপজেলার বড় মালিয়াট গ্রামের হাবিবুর রহমানের একমাত্র পুত্র। এ দুর্ঘটনায় আহত দুই যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সোহান জানান, বেলা ১২টার পর ওই কিশোর ভ্যানচালক দুইজন যাত্রী নিয়ে কুমারখালীর দিকে যাচ্ছে। সড়কের গতিরোধক পার হওয়ার সময় তার ভ্যানটি আছড়ে পরে। চালক পরশ ছিটকে গিয়ে গাছের উপর পরে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

নিহত কিশোর ভ্যানচালক পরশের নিকট আত্মীয় মিঠু শেখ জানান, ছেলেটি বাড়িতে বেকার বসেছিল। তাই নিজের দুলাভাইয়ের ভ্যান চালিয়ে সংসাব চালাচ্ছিল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফতেখার হোসেন জানান, কিশোর ভ্যানচালক পরশকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ভবানী গঞ্জ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত পুলিশের এসআই আসাদ জানান, রাস্তার বিটে বাড়ি খেয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভ্যানচালক রাস্তার পাশের গাছের উপর পরে আহত হয়। তাকে নিয়ে ব্যস্ত থাকায় আহত যাত্রী দুজনের না পরিচয় রাখা সম্ভব হয়নি।