খোকসায় ভোট অধিকার দিবস পালিত

0
119

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় ভোট অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে দিবসটি উপলক্ষে র‌্যালী বের করা হয়। পরে স্থানীয় অফিসার্স ক্লাবের হল রুমে অনুষ্ঠিত ভোটা অধিকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আরিফুল আলম তসর, শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।