স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস । কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক প্রমুখ।