স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সংসদ চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ ও প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় চত্বরের প্রাচীনতম শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা।
সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একুশের প্রভাত ফেরি শুরু করা হয়। খোকসা সরকারী কলেজ চত্বরে গিয়ে প্রভাত ফেরীর ও শোক র্যালীটি শেষ করা হয়। এখানেই ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন ও শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ভাষা আন্দোলনের শহীদের স্মরণে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া-৪ (খোকসা কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।
অনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. কামরুজ্জামান সোহেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, খোকসা সরকারি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিল্লাল হোসেন,খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এ ছাড়া খোকসা পৌরসভা, ইসলামী ফাউন্ডেশন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচি পালন করেছে।