স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার মেধাবী ছাত্রী মিম্মা’র বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে এলেন উপজেলা নিবাহী অফিসার (ইউএনও)। এবার তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির বাধা দূর হলো।
উপজেলার পাইকপাড়া মির্জাপুর গ্রামের কৃষি শ্রমিক আশরাফুল আলীর মেধাবী কন্যা মিম্মা গতবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫সহ পাশ করে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগে পরীক্ষায় দিয়ে ভর্তির সুযোগ পেয়ে যায়। কিন্তু দরিদ্র বাবা টাকার যোগারে ব্যর্থ হন। মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পরে। নিরুপায় মিম্মা মোবাইল ফোনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপন কুমার বিশ্বাসকে বিষয়টি অবগত করে। বুধবার বিকালে ছাত্রী ও তার বাবাকে নিজের দপ্তরে ডেকে এনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আর্থিক সহায়তার ১০ হাজার টাকা নিজহাতে তুলে দিলেন ইউএনও।
ছাত্রী মিম্মার বাবা আশরাফুল আলী বলেন, দুই মাস আগে বিদ্যুতের আগুনে বাড়ি পুড়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পরেছেন। এতো টাকা জোগার করে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা তার কাছে অসম্ভব হয়ে পরেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার মেয়ে মিম্মা কে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ সৃষ্টি করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস বলেন, মানবিক দিক বিবেচনা করে ছাত্রীটির বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এই আর্থিক সহযোগিতা ব্যবস্থা করেছি।