খোকসার উপনির্বাচনে আ.লীগের মনোনয়ন পেলেন বাবুল আখতার

0
188

স্টাফ রিপোর্টার

খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।

মঙ্গলবার রাত ৮ টার পর স্থানীয় আওয়ামী লীগের একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছেন। সূত্র গুলো দাবি করেন এ দিন রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বাবুল আখতার কে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তিনি একাধিক বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়িয়া উইনিয়নের পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আরো পড়ুন – কুমারখালীতে কন্যা শিশু দিবস উদযাপিত

উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে জন্য তিনি ইতিমধ্যে মনোনয়ন পত্র খরিদ করেছেন। এ পদের নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার জন্য তাকে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে হবে।