স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় জাতীয় শোক দিবসে উত্তোলিত অর্ধনমিত জাতীয় পতাকা পরের দিনও টানিয়ে রেখেছে একটি কিন্ডার গার্টেন স্কুল।
জানা গেছে, উপজেলা সদরের খোকসা কিন্ডার গার্টেন স্কুলের পেছনের গেটে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অর্ধনমিত করে একটি জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু পরদিন ১৬ আগস্ট বিকাল পর্যন্ত বিবর্ণ পতাকাটি উড়তে দেখা যায়।
স্থানীয়রা জানায়, শোক দিবসে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মত খোকসা কিন্ডার গার্টেনের পিওন পতাকাটি উত্তোলন করেন। কিন্তু দেড় দিন অতিবাহিত হলেও অর্ধনমিত পতাকাটি আর নামানো হয়নি। এ ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অনেকে আক্ষেপ করে বলেন,“চেড়াগের গোড়ায় আঁধার”। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাজারে ব্যবসায়ীরা এলোমেলো ভাবে পতাকা উত্তোলন করে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের পতাকা ঠিক করতে বাধ্য করে। কিন্তু থানার প্রধান গেট থেকে ৫০ মিটারের মধ্যে সারারাত পতাকা উড়তে দেখা গেলেও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।
এ ব্যাপারে খোকসা কিন্ডার গার্টেনের অধ্যক্ষ আতিকুল ইসলামের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে কল করা হয় কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।
আরও পড়ুন:
খোকসায় সাপের কামড়ের ভ্যান চালকের মৃত্যু
খোকসায় জাতীয় শোক দিবস পালিত
অধ্যক্ষের দুঃখ প্রকাশ
সংবাদটি প্রকাশের পর রাতে বিষয়টি অধ্যক্ষের দৃষ্টি গোচর হয়। জাতীয় পতাকার বিষয়টি নিয়ে তিনি বলেন, এটা অনাকাঙ্খিত ভুল। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পরে পতাকাটি নামিয়ে ফেলা হয়েছে বলেও তিনি জানান। একই সাথে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলেও অবহিত করেন।