খোকসার একডজন চেয়ারম্যান প্রার্থী জামানত হারাবেন

0
192

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতাকারী এক তৃতীয়াংশ প্রার্থী কমভোট পাওয়ায় জামানত হারাতে বসেছেন।

গত রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ৮টিতে চেয়ারম্যান পদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শান্তি পূর্ণ ও উৎসব মুখোর পরিবেশে ৭৮টি কেন্দ্রে ভোট গ্রহন চলে। শুরু থেকে কেন্দ্র গুলোতে নারী ভোটারের উপচেপরা ভিড় ছিল। উপজেলার প্রতিটি কেন্দ্রে ৮১ থেকে ৮৪ শতাংশ ভোটার ভোট দিয়েছন।

৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এসব প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী পোল ভোটের রেশিও পরিমান (অথ্যাৎ পোল ভোটের ৮ ভাগের ১ ভাগ ) ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হতে পারে বলে নির্বাচন অফিস নিশ্চেত করেছে।

জামানত হারাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পাটি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

ওসমানপুর ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাখা প্রতিকের শাজাহান আলী ২২১ ভোট, জাকের পাটির গোলাপ ফুল প্রতিকের ইয়ার উদ্দিন মোল্লা ৭৯, স্বতন্ত্র প্রার্থী ছালেহা বেগম ৩ ভোট ও রফিকুল ইসলাম ১৯ ভোট পেয়ে জামাতন হারিয়েছেন। এ ইউনিয়নে ১০১৬৬ ভোট পোল হয়েছে। আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ওহিদুল ইসলাম ৬৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জানিপুর ইউনিয়নে ৩ জন চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেছিলেন। তাদের মধ্যে মোটর সাইকেল প্রতিকে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম ৮১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে ৭২৫৬টি ভোট পোল হয়েছে। আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবর রহমান ৩৬২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শিমুলিয়া ইউনিয়নের ঘোড়া মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী লিয়াকত ১৩৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে ১০১৭৪ ভোট পোল হয়েছে। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা প্রতিক ৪৫৭৩ ভোট পেয়ে আব্দুল কুদ্দুস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শোমসপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন ৫ জন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী একেএম ওয়াজেদুল ইসলাম খান চাঁদ ঘোড়া মার্কা নিয়ে ৪৫ ও অপর স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা প্রতিকে শামীমা সুলতানা পেয়েছেন ৮৩ ভোট। এ ইউনিয় ৮৭১২ ভোট পোল হয়েছে। নৌকা প্রতিক নিয়ে দ্বিতীয় বার বদর উদ্দিন খান ৫৭৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জয়ন্তী হাজরা ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। তাদের মধ্যে ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১৯, টেবিল ফ্যান প্রতিকে রবিউল ইসলাম ২১ ও চশমা প্রতিকে শহিদুল ইসলাম ৫ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নে ৮৯৮৩ ভোট পোল হয়েছে। আনারস প্রতিকে সকীব খান টিপু ৪১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আমবাড়ীয়া ইউনিয়নের ৬ চেয়াম্যান প্রার্থী মধ্যে জাতীয় পাটির লাঙ্গল প্রতিকে ৪১ ভোট পেয়ে কামাল হোসেন ও আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান খান ২৩ ভোট পেয়ে জামানত হারাতে বসেছেন। এ ইউনিয়নে ৭৫১৮টি ভোট পোল হয়েছে। চশমা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন ২৬৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

খোকসা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল মালেক ১৫৭৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দুধরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি মাত্র ৯ ভোট পেয়েছেন। এ কেন্দ্রে ৩৬৬টি বৈধ ভোট হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম বলেন, নির্বাচনের নিভুল ফলাফল তৈরীর কাজ এখনো চলছে। প্রার্থীদের জামানত ফেরতের বিষয় অনেক পরের বিষয়। তবে প্রার্থীকে পোল ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে।