খোকসার ওসির নাম ভাঙ্গিয়ে মোবাইলে টাকা দাবি

0
43

স্টাফ রিপোর্টার

এবার থানার ওসির নাম করে একাধিক মোবাইল নম্বর থেকে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে বলে হোয়াটস অ্যাপ গ্রæপে সতর্ক করেছেন ওসি নিজে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে কুষ্টিয়ার খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইমলাম তার থানা পুলিশের হোয়াটর্স গ্রæপে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন-

“ আসসালামু আলাইকুম।
সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে বিভিন্ন লোকজনের নিকট আমার নাম (ওসি) পরিচয় দিয়ে টাকা চাচ্ছে। দয়া করে কেউ টাকা দিবেন না। এরা প্রতারক। প্রতারক থেকে সাবধান থাকুন।”

রাত ৯ টায় এ রিপোর্ট লেখার সময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলামের সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই-তিন ধরে বিভিন্ন ইউনিয়নের মেম্বর ও বিশেষ করে গ্রাম পুলিশদের (চৌকিদার) কাছে ঈদ উপলক্ষে উর্দ্ধতনদের দেওয়ার কথা বলে টাকা দাবি করা হচ্ছে। ইতোমধ্যেই শিমুলিয়া ও জানিপুর ইউনিয়নের দুইজন মেম্বর ফোন দিয়ে তাকে (ওসি) অবগত করেছেন। তিনি তাদের টাকা না দেওয়ার জন্য সতর্ক করেছেন।

আরও পড়ুন – খোকসায় খেয়া ঘাট নিয়ে বিরোধ, গুলি বোমা ফাটিয়ে তান্ডব

তিনি আরও জানান, বিষয়টি জিডি করে তদন্ত করে দেখা হবে।