স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সাংবাদিক প্রতিনিধি দল ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পৃৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার রাতে খোকসার সাংবাদিকদের একটি প্রতিনিধি দল নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলামের সাথে দেখা করেন। সেখানে এলাকার আইন-শৃঙ্খলার দ্রæত উন্নয়নের বিষয়ে প্রাণবন্ত ও খোলামেলা আলোচনা হয়।
এর আগে ও পরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের সমন্বয়কদের একাংশ ও সুধীজনরা সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
আরও পড়ুন – ভেড়ামারায় প্রতারণার সময় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার
রাত ৯টার পর স্থানীয় ছাত্রদলের একটি প্রতিনিধি দল নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ প্রতিনিধি দলের নেতৃত্বদেন জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম পিনো।