খোকসার করোনা আক্রান্ত ৮ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

0
119
khoksa-dro-11-p-8-compressed
ছবি সংগৃহীত।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত ৮ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা নির্বাহি অফিসার।

বৃহস্পতিবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিবুল ইসলাম খানের নেতৃত্বে করোনা আক্রান্ত শোমসপুর ইউনিয়নের আব্দুস শুকুর, বেতবাড়িয়া ইউনিয়নের আরিফুল ইসলাম এর বাড়িসহ উপজেলা ৮ পবিরারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য ও উপহার সামগ্রী ঝুড়ি পৌঁছে দেওয়া হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুমিনুল হক প্রমুখ।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সহযোগিতায় একটি পরিবারের জন্য ১৫ দিনের প্রায় ৩০ রকমের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।