খোকসার কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলায় আটক ৬

0
262
khoksa-dro-4-p1-compressed
খোকসায় খুনের মামলায় আটক আসামীরা।

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে আধিপত্য বিস্তার কেন্দ্র করে কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলার ৬ আসামীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার মানিকাট গ্রামে পুলিশ অভিযান চালায়। এ অভিযানে কাঠ মিস্ত্রী রাজ্জাক খুনের মামলার আসামী মজনু (৩০), আব্দুর রহমান (৫৫), আজব আলী (৩৫), মালেক (৩২), হেলাল (২২) ও শরিফুল (৩৬) কে আটক করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলার মানিকাট গ্রামে মসজিদের ইমাম নিয়োগ কেন্দ্র করে আওয়ামী লীগের একাংশের নেতা আকত আলী ও ওলামায়ে লীগের নেতা আয়ুব আলীর লোকদের বিরোধ হয়। এর সূত্র ধরে জুমার নামাজের পর মসজিদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কাঠ মিস্ত্রী আব্দুর রাজ্জাক (৩৫) গুরুতর আহত হয়। চিকিৎসার এক পর্যায়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ঘটনায় প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে থানায় মামলা হয়। শুক্রবার রাতে মামলার ৬ আসামীকে পুলিশ আটক করে।