খোকসার কালীর প্রতিমা বিসর্জন সম্পন্ন

0
338
KLI-PUJA-12-P4

স্টাফ রিপোর্টার

খোকসার ঐতিহ্যবাহী কালীর বার্ষিক পূজার পর বিশালদেহী কালী প্রতিমা গড়াই নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। আর এর মধ্যদিয়ে কালীর বার্ষিক পূজার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শেষে হয়েছে।

KLI-PUJA-12-P3

বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে প্রথাগত জীব বলির মধ্য দিয়ে খোকসার কালী বার্ষিক পূজার আনুষ্ঠানিকত শুরু হয়। রাতের গভীরতা বারার সাথে সাথে পূর্ণার্থীর সংখ্যাও বাড়তে থাকে। রাতে পূজার আনুষ্ঠানিকতার শুরুতে ক্রোধের প্রতীক মহিষ বলি হয়। পরে নলডাঙ্গার রাজা ও শিলাইদহের জমিদারদের সন্মানে জোড়া পাঠা বলি হয়। শুক্রবার দুপুর পর্যন্ত পূজা অর্চনার চলে। আর এর মধ্যে মানষা সামগ্রী দেবীর চরণে অর্ঘ হিসেবে পাঠা, পায়রা, মিষ্টি, ফল দিতে থাকে ভক্তরা।

শুক্রবার বিকালে গোধূলী লগ্নে গড়াই নদীতে বিশালদেহী কালী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় পানি শুন্য গড়াই নদীর দুই তীরে অসংখ্য নারী পুরুষ পূণ্যার্থীরা জমায়েত হয়। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে মাঘি সপ্তমীর মধ্যদিয়ে বার্ষিক পূজার আনুষ্ঠানিকতার শেষ হবে।