খোকসার কোন বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ পাশ নেই

0
123

স্টাফ রিপোর্টার

এসএসসি পরীক্ষার ফলাফলে খোকসায় পাশের হারে এগিয়ে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। জিপিএ -৫ বেশী পেয়েছে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। একটি বিদ্যালয়েও শতভাগ পাশ নেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলার একটি মাত্র সরকারী মাধ্যমিক বিদ্যালয়সহ ২২টি মাধ্যমিক বিদ্যালয়ে জেনারেল ও ভোকেশনাল শাখা থেকে প্রায় ১৬৩৪ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এদের মধ্যে জেনারেল শাখায় ১১১ জন জিপিএ- ৫ সহ গড় পাশ করেছে ৮১ শতাংশ। ভোকেশনাল শাখায় ৩০ জন জিপিএ-৫ সহ পাশ করেছে ৭৭ শতাংশ।

বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় পাশের হারে এগিয়ে আছে। এ বিদ্যালয় থেকে ৩২ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন, তাদের পাশ করেছে ৯৬.৯৭ শতাংশ। ৩ জন জিপিএ -৫ পেয়েছেন।

খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় থেকে ২১৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। তাদের মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৪৩ জন। এ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পাশের হার ৮৮.৬২ শতাংশ।

উপজেলার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পাশের হার ৪৩.৯০। কিন্তু জিপিএ -৫ নেই একটিও। জয়ন্তীহাজরা মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার ৫০ শতাংশ কিন্তু জিপিএ -০ ৫ শুন্য। ৭৫ শতাংশ পাশ করেছে বনগ্রাম বালিকা বিদ্যায়ের পরীক্ষার্থীরা, বশোয়া নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশ করেছে ৮০.৯৫ শতাংশ কিন্তু এ দুটি বিদ্যালয় থেকে কেউই জিপিএ -৫ পায়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুলে হক বলেন, জিপিএ -৫সহ পাশের হার সন্তষ জনক। তবে ফলাফল আরো ভালো করার জন্য শিক্ষকদের সাথে আলাপ আলোচনা করা হবে।