স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসল করতে নেমে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মাদ্রাসা ছাত্রের নাম আজিজুল (১৪)। শনিবার দুপুরে গড়াই নদীর ওসমানপুন পুর ঘাটে সে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে বানপাড়া নাটর এর মাফুজুর রহমানের ছেলে।
জানা গেছে, কয়েকদিন আগে পরিবারের সদস্যদের সাথে উপজেলার ওসমানপুর গ্রামে নানা বাড়িতে মামার নাতি ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠানে যোগ দেয়। শনিবার দুপুরে বাড়ির অন্যান শিশুদের সাথে আজিজুল নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে সে হারিয়ে যায়। পরে শিশুটির লাশ নদীর জলে ভেসে ওঠে।
নিহত শিশুর মামা বকুল জানায়, আজিজুলসহ চার শিশু নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে আজিজুল নদীতে ডুব দিয়ে হারিয়ে যায়। তখন শিশুরা বাড়িতে গিয়ে খবর দেয়। তারা পানিতে নেমে খোজা-খুজির সময় আজিজুলের লাশ পানিতে ভেসে ওঠে। তিনি জানান, নিহত আজিজুল ১৩ পারা কোরআনে হাফেজ ছিলো।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।