খোকসার গড়াই নদীতে নৌকা বাইচ ১৬ সেপ্টেম্বর

0
95

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গড়াই নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ সংক্রান্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগীতার স্থান নির্বাচনে গঠিত পর্যবেক্ষক দল সরেজমিন নদী পরিদর্শন করেন। এ দলে ছিলেন ধোকরাকোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন মনি, রবিউল ইসলাম, আব্দুল মজিদ, ইউপি সদস্য সবুজ হোসেন, আব্দুল মতিন, সহযোগি অধ্যাপক মুক্তার হোসেন প্রমুখ।

অধ্যক্ষ আব্দুল মতিন জানান, ১৬ সেপ্টেম্বর সকালে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। গড়াই নদীর খোকসা বাজারের হাওয়া ভবন এলাকা প্রতিযোগীতা শুরুর স্থান নির্বাচন করা হয়েছে। প্রতিটি নৌকার মাল্লাদের বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রাম পর্যন্ত যেতে হবে। এ বছর ৮টি নৌকা এ প্রতিযোগীতায় অংশ নেবে।

কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ এ নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বলে আশা করছে আয়োজকরা। এ প্রতিযোগীতার প্রধান পৃষ্ঠপোষকতা করছেন উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার। সভাপতিত্ব করবেন বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম।