খোকসার ছানার মাঝির যাবজ্জীবন

0
172
Dro-0-10-2020-pic-৭
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসায় এক বছর আগের একটি ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন সাজার দিয়েছে জেলার একটি আদালত।

বৃহস্পতিবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান আসামির উপপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ছানার মাঝি (৩৮) খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
যাবজ্জীবনের পাশাপাশি তাকে ৫০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক ।

মামলার বিবরণে বলা হয়, ২০১৯ সালের ২০ জুন সন্ধ্যায় দশ বছরের একটি মেয়ে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যায়। এ সময় প্রতিবেশী ছানার মাঝি মেয়েটিকে পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ছানার মাঝি পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন মেয়েটির বাবা খোকসা থানায় ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৭ জুলাই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।