খোকসার পৌর আওয়ামী লীগের সভাপতি আটক

0
158

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বিশেষ ক্ষমতা আইনে পৌর আওয়ামী লীগের সভাপতিকে পুলিশ আটক করেছে।

পৌর আওয়ামী লীগের সভাপতির মোঃ রফিকূল ইসলামকে শনিবার আটক করা হয়। তিনি রুস্তম আলীর ছেলে। এ ছাড়া পৌর সভার ৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার ও ব্যবসায়ী।

আরও পড়ুন – খোকসায় বীজ আলুর বাম্পার ফলন

খোকসা থানা পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া তথ্যে জানা গেছে, খোকসা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে খোকসা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। তাকে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।