স্টাফ রিপোর্টার
খোকসা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ দিন পর মুক্ত পরিবেশে ফুরফুরে মেজাজে ঈদ উদযাপন করেছেন। স্থানীয় পর্যাযের প্রধান নেতারা তাদের নিজ এলাকার ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায়সহ এলাকার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেছেন।
উপজেলা বিএনপির দায়িত্বশীল সুত্র জানায়, সোমবার সকালে উপজেলা সদরের কমলাপুর মালিগ্রাম ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। তিনি এই ঈদগাহ কমিটির সভাপতি। উপজেলা বিএনপির সভাপতি ঈদের নামাজ আদায় করেছেন নিজ গ্রাম একতারপুরে। এখানেই পরিবার ও এলাকাবাসী সাথে এই নেতা ঈদের নামাজ পড়েন ও শুভেচ্ছা বিনিময় করেন। খোকসা পৌর বিএনপির আহবায়ক মুনসী এজেডজি রশিদ রেজা বাজু ঈদের নামাজ পড়েন তার গ্রামে কমলাপুরে। সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু কেন্দ্রিয় পৌর ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।
পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দুর শাসনের সাড়ে ১৫ বছর বিএনপি কর্মদের কাছে শুধু ঈদ নয় যে কোন উৎসবই ছিল বিভীষিকাময়। নেতা কর্মীতো দূরের কথা পরিবার পরিজনের সাথে যোগযোগ রক্ষা করা ছিল ভয়ের, আতঙ্কের। দীর্ঘ দিন পরে মুক্ত স্বাধীন ভাবে ঈদ করতে পেরে ও দুস্থ্য কর্মীদের পাশে দাঁড়াতে পেরে খুশি হয়েছেন নেতারা।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিত আহমেদ রাজু বলেন, আওয়ামী দূর শাসনের সাড়ে ১৫ বছরের তিনি কমপক্ষে ৪ বার জেলে গেছেন। তার পিতাসহ একই পরিবারের চারজন পুরুষ মানুষ ২৮দিন পর্যন্ত হাজতে থেকেছেন। জেল খানা থেকে বেড়িয়ে ঈদের নামাজে এসে দাঁড়ানোর স্থানও কেউ দিতে চাননি। আজ দিন পাল্টে আগের অবস্থানে এসেছে। এবারে খুব শান্তির সাথে ঈদ জামাত পরতে পেরে তিনি খুশি হয়েছেন।
আরও পড়ুন – বিএনপির নেতা-কর্মীদের মুক্ত পরিবেশে স্বস্তির ঈদ
উপজেলা বিএনপির আহবায়ক ও যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানও মুক্ত পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পেরে উচ্ছসিত।