খোকসায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
55

জেলার আগেই তৃণমূলের সম্মেলন হতে পারে

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা ও বিএনপির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সম্মেলনের আগেই ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলা সম্মেলন হতে পারে।

শনিবার সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আলাউদ্দিন খান।

আলোচনায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভপতি সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নাফিজ আহমেদ রাজ প্রমুখ।

দলীয় একটি সূত্র জানায়, মতবিনিয় সভার আলোচ্যসূচীর ব্যাপারে যথেষ্ট গোপনিয়তা রক্ষা করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক জিয়ার ৩১ দফা ছাড়াও তার আরও কিছু সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে পৌচ্ছানোর জন্য মতবিনিময় সভা ডাকা হয়। এ ছাড়া ২৩ এপ্রিল জেলা সম্মেলনের আগে ওয়ার্ড ইউনিয়ন পৌরসভা ও উপজেলা বিএনপির সম্মেলন শেষ করার সিদ্ধান্ত জানিয়েছেন জেলা নেতারা।

আরও পড়ুন – ট্রাক মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দু’জনের মৃত্যু

খোকসা থানা বিএনপির সদস্য সচিব আনিস উজ জামানের সঞ্চালনা অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খোকসা পৌর বিএনপির আহবায়ক এ জেড জি রশিদ রেজা বাজু।