খোকসার বেতবাড়িয়ায় নির্বাচনী হামলা

0
303

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়ায় নৌকার প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ও স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকদের মধ্যে হামলা ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বেতবাড়িয় গ্রামের আলাউদ্দিন মন্ডলের বাড়ির সামনে স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামির উপর একদল দুষ্কৃতকারী হামলা চালায়। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। উপস্থিত গ্রামবাসী কয়েকটি মোটর সাইকেল আটকায় এবং দু’টি মোটর সাইকেল রাস্তার পাশের পানি ভর্তি ডোবায় ফেলে দেয়।

স্বতন্ত্র প্রার্থী নূরুল আজম খান জামি অভিযোগ করেন, সন্ধ্যার পর যখন তিনি নিজের বাড়ির পাশের একটি দোকানে চা খেতে আসেন, তখন একদল দুষ্কৃতিকারী তার ওপর হামলা চালায়। তার চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে হামলা কারীরা পালিয়ে যায়। হালাকরীদের কাছে দেশী তৈরী অস্ত্র ছিল বলে তিনি দাবি করেন। এ ছাড়া বৃহস্পতিবার সকালে যখন তিনি মনোনায়ন পত্র জমা দেন তখন কয়েকজন লোক তাকে মনোনয়ন পত্র জমা দিতে বাধাদেয়।

আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান বাবুল আখতারের প্রধান নির্বাচনী এজেন্ট মুজাহিদুল ইসলাম বাবলু দাবি করেন, সন্ধ্যায় নৌকা প্রতিকের কর্মীরা জনসংযোগ করে ফিরছিল। স্বতস্ত্র প্রার্থীর লোকজন বেতবাড়িয়া গ্রামের মধ্যে তাদের আটকে মারধর করে। তারা কমপক্ষে ৮টি মোটর সাইকেল ভাংচুর করে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতিকের প্রার্থী বাবুল আখতারের সাথে কথা বলা হলে তিনি বলেন, তার কর্মীরা পূর্ববেতবাড়িয়া থেকে প্রচারণা শেষে জাগলবা গ্রামে প্রচার অভিযানে অংশ নিতে যাচ্ছিল। স্বতন্ত্র প্রার্থী তার গ্রামের ভিতর নৌকা প্রতিকের কর্মীদের উপর হামলা করে। তারা দুইটি গাড়ি ভাংচুর করে। এ হামলায় রাজু ও সাইদুল নামের তার দুই কর্মী আহত হয়। রাজনৈতিক বিরোধের জের ধরে তার বিরুদ্ধে এক প্রার্থী দাঁড় করিয়ে বিভিন্ন নাটক সাজানোর চেষ্টা করছে।

ঘটনা স্থলে উপস্থিত থানা পুলিশের এসআই রাজিব রায়হান বিশৃক্সক্ষল ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং মোটর সাইকেল গুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান। গভীর রাত পর্যন্ত দুই পক্ষের কেউই মামলা বা অভিযোগ নিয়ে আসেনি। গ্রেফতার নেই। পরিস্থিতি শান্ত আছে বলেও তিনি জানান।