খোকসার মমতাজ প্রানিকের সহধর্মীনি হাসিনা মমতাজ মারা গেছেন

0
130
হাসিনা মমতাজ - ছরি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মালিগ্রামের মমতাজ প্রানিকের সহধর্মীনি হাসিনা মমতাজ বাধ্যক জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না .. .. .. রাজুউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বুধবার সকাল ৯ টায় খোকসা-জানিপুর হাই স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযার পর মালিগ্রাম কবর স্থানে তাকে সমাহীত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মরহুমার পুত্র আইনজীবী ও সাংবাদিক সিরাজ প্রামানিক তার ফেসবুক পেজে মা হাসিনা মমতাজের পরলোক গমনের বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন – ঝিনাইদহে মেয়র প্রার্থীর প্রতিবাদ সমাবেশ

হাসিনা মমতাজ কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা ও কুষ্টিয়াতে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার বিকালে নিজ বাড়ি মালিগ্রামে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এবং মৃত্যু বরণ করেন। মরহুমার ৮ পুত্র ও ৪ কন্যার জননী ছিলেন।

মরহুমার শোক সন্তপ্ত পরিবারে প্রতি দ্রোহ সম্পাদকের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। এক সাথে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।