স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় ব্যাটারী চালিত পাখি ভ্যান চুরির সময় ভ্যান চোর চক্রের এক সদস্যকে জনতা আটক করে পুলিশে সপর্দ করেছেন।
আটক ব্যক্তির নাম মোঃ টুটুল শিকদার (৩৪)। সে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নলখোলা গ্রামের মোঃ মুকুল হোসেন ছেলে।
খোকসা থানা হোয়াটস অ্যাপ গ্রæপে দেওয়া তথ্যে জানা গেছে, রবিবার দুপুরে খোকসা মাষ্টারপাড়া জনৈক মোঃ আব্দুর রশিদ এর বাসার সামনে থেকে সঙ্গোবদ্ধ ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্যরা একটি ব্যাটারী চালিত চালিত পাখি ভ্যানটি চুরির চেষ্টা করে। এ সময় জনতা টুটুল সিকদারকে আটক করে। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
এক পর্যায়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত ধৃত টুটুল শিকদারকে হেফাজতে নেয়। এ ছাড়া আটক ব্যক্তির কাছে থাকা ব্যাটারী চালিত ভ্যান, ভ্যানের স্ট্রাট করার ০৪ টি চাবি, ০২ টি কাটার (যাহা দ্বারা লক কাটে) এবং তার ব্যবহৃত ১৫০ সিসি ডিসকোভারি মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকসা থানায় দায়ের করা মামলা নং-৯। তারিখ- ১৬/০৩/২০২৫ খ্রিঃ। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন – কুষ্টিয়ায় মিনিকেট চাল কেজিতে বেড়েছে পাঁচ টাকা
এ বিষয়ে খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি প্রস্তুতি সহ চুরি মামলা রয়েছে। সে একজন পেশাদার চোর। অন্যান্য আসামী গ্রেফতারের জন্য অভিযান অব্যাহৃত আছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন আছে।