স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা আজাদের দাফন সম্পন্ন হয়েছে।
মালিগ্রাম কবর স্থানে চাচা চাচি ও নানির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
সোমবার বিকালে প্রগোতিশীল চেতনায় উদ্বুদ্ধ মোস্তফা আজাদ (আজাদ সাহেব) এর মরদেহ জানিপুরের তার নিজ বাড়িতে আনা হয়। এ সময় স্বজন ও গুনগ্রাহীদের আহাজারিতে এলাকায় শোকের মাতম সৃষ্টি হয়। বাদ মাগরিব মরহুমের মরদেহ মালিগ্রাম ঈদগাহ ময়দানে নেয়া হয়। এখানে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাকে মালিগ্রাম কবর স্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজে আশে-পাশের কয়েকটি জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সুধীজন অংশ গ্রহন করেন।
প্রবীন ব্যবসায়ী মোস্তফা আজাদ (আজাদ সাহেব) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর ৫টার পরের সেখানেই চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
তিনি জানিপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে। মৃত্যুকালে স্ত্রী পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।