খোকসার যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি আহত

0
456
খোকসা থানা যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা বদরুজ্জামান দূর্জয়

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা থানা যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা বদরুজ্জামান দূর্জয় (৩০) সড়ক দূঘর্টনায় আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের খলিশাকুন্ডি এলাকায় তিনি দূর্ঘটনার কবলে পড়েন।

জানা গেছে , মেহেরপুর যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে অপরদিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় আহত খোকসা যুবজোটের ভারপ্রাপ্ত সভাপতি কে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে কিন্তু রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানন্তর করা হবে।

আরও দেখুুন-অনলাইন ক্লাস- একাই একটি দুর্গ (১)

আরও দেখুন-লেখেন গান, বাজান পাতার বাঁশি

স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ ট্রাকটিকে নিজেদের হেফাজতে নিয়েছে।