খোকসার রতনপুরে হামলায় স্কুল ছাত্রীসহ আহত ৩

0
456
hamla-dro-30-p4
হামলায় আহতরা।

স্টাফ রিপোর্টার

খোকসার গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দ্বিতীয় দফায় হামলা পাল্টা হামলায় স্কুল ছাত্রীসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার খোকসা ইউনিয়নের রতনপুরে বিবাদপূর্ণ দুই গ্রুপের সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমানর ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক কাউসারুল আলম সৈয়ুদ এবং ছাত্রলীগ নেতা জুয়েলের সমর্থকরা এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটায়। সকালে দুই পক্ষই দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে হামলায় লিপ্ত হয়। হামলায় নবম শ্রেণির স্কুল ছাত্রী কুইন, ময়না খাতুন (৪৫), লালু মুনসী (ওলিদ) (৪৫) আহত হয়। আহতদের মধ্যে দুই জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত লালু মুনসী জানায়, আগের দিন তাদের লোকেরা জামিনে বাড়ি ফেরে। ওই মামলার বাঁকী কিছু আসামীর জামিনের জন্য তারা কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় প্রতিপক্ষের লোকেরা তাদের উপর হামলা করে।

ছাত্রলীগ নেতা জুয়েল জানান, তাদের প্রতিপক্ষ জিল্লু মেম্বরের লোকেরা জামিনে মুক্তিপেয়ে গ্রামে আধিপত্য কায়েমের চেষ্টা করছে। তারা নিজেরাই হট্টোগোল করে মামলা করার চেষ্টা করছে।

রতনপুরের হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন খোকসা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কুদ্দুস। তবে এ ব্যাপারে মামলা ও গ্রেফতার হয়নি বলেও তিনি জানান।