স্টাফ রিপোর্টার
খোকসায় রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বেড় হয়ে যাওয়া স’মিলের শ্রমিক ১২ দিনেও আর ফিরেনি। থানায় জিডিও করা হয়েছে।
নিখোঁজ শ্রমিকের নাম আশরাফুল ইসলাম (৩২)। তিনি খোকসা উপজেলা সদরের কালীবাড়ি পাড়ার আব্দুল করিম বুদোই এর ছেলে। তিন কন্যা সন্তানের জনক।
স’মিলের শ্রমিক আশরাফুলেরর স্ত্রী জুলেখা জানান, প্রতিনিদিনে মত কাজ শেষে করে ১৬ নভেম্বর বাড়ি ফেরেন ওই শ্রমিক। রাত ১০টার দিকে খাবার খেয়ে স্ত্রীর কাছে জমা রাখা এক হাজার টাকা নিয়ে বের হন। আর বাড়ি ফিরে আসেনি। পরদিন স্ত্রীকে ফোন দিয়ে জানান তিনি খুব বিপদে আছেন। এই বলেই ফোন কেটে দেন। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। কিন্তু ১১ দিন গত হলেও কোন কুল-কিনারা করতে পারেনি পুলিশ।