স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার আওয়ামী লীগ নেতা আল মাছুম মোর্শেদ শান্তর ব্যক্তিগত উদ্যোগে প্রায় দুই শতাধিক দুস্থ প্রতিবন্ধী পেল ঈদের নতুন পোষাক।
বুধবার সকালে উপজেলা প্রতিবন্ধি কল্যান সংস্থার কালীবাড়িপাড়াস্থ অফিসে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে দুস্থ অস্বচ্ছল প্রতিবন্ধিদের হাতে পোশাক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসলাম হোসেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক আল মাছুম মোর্শেদ শান্তর দেওয়া এ পোষাক বিতরণের সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, পৌর যুবলীগের সদস্য রাজু আহম্মেদ, আছিফ সর্ফরাজ শুভ প্রমুখ।
প্রতিবন্ধি কল্যান সমিতির সাধারণ সম্পাদক আসলাম হোসেন জানান, করোনা পরিস্থিতিতে মানুষ ঘরবন্দী হয়ে পরার পর থেকে আওয়ামী লীগের এই নেতা কয়েক দফায় প্রতিবন্ধীদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। এবারে ঈদে প্রতিবন্ধিদের পোশাক দিয়ে আর এক দফায় নজীর স্থাপন করেছেন।