খোকসার ৪০ ভূমিহীন পরিবার নতুন ঘর পেলো

0
136
ঘরের কাগজ হস্তান্তর করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ৪০ ভূমিহীন ও গৃহহীর পরিবার মুজিববর্ষের ঈদ উপহারের নতুন ঘর এবং জমির কাগজ পেলেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর আনুষ্ঠাকি উদ্বোধনের পর খোকসা কলেজ অডিটরিয়ামে উপজেলার ৪০ ভূমিহীন পরিবার প্রধানের হাতে জমির কাগজপত্র তুলেদেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম।

নতুন ঘর এবং জমির কাগজের ফাইল

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্তকর্তা ভারপ্রাপ্ত ইসাহাক আলী।