স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার গ্রামে বিদ্যুতের সকর্টসার্কিটের আগুনে গৃহবধূর বসবাসের একমাত্র ঘরসহ সব পুড়ে গেছে। অগ্নিদগ্ধ গৃহবধূর দুই ছাগল মারা গেছে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলা জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিম পাড়ার সাবিনা খাতুনের বসত বাড়ির একমাত্র বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুত্যের মধ্যে আগুনে পুড়ে যায় গৃহবধূর ঘরের আসবাবপত্র, খাবারের চাউল, শিশুদের পাঠ্যবইসহ সবকিছু। এ সময় গৃহবধূ ঘরের বাইরে প্রতিবেশীদের সাথে কথা বলছিলেন।
জানিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর হাজী আব্দুল লথিপ লায়ন জানান, গৃহবধূ সাবিনা রাতে তার নিজের শোবার ঘরের সাথের ছাগলের থাকার রুমের মধ্যে মশার কয়েল জ্বেলে দিয়ে বাইরে এসে দাড়ায়। এর মধ্যে তার ঘরে আগুন জ্বরে ওঠে। ফায়ার সাভিসকে ফোন দেওয়া হয়। কিন্তু তার ঘটনা স্থলে পৌছানের আগেই গৃহবধূর বসবাসের এক মাত্র ঘরটি ভষ্মে পরিণত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার টিকে কতদিন যে গাছ তলায় বাসবাস করতে হবে তার কোন হদিস নেই।
নিজের বসবাসের ঘরসহ সব পুড়ে যাওয়ায় পর সাবিনা খাতুন বাকরুদ্দ হয়ে গেছেন। ঘরে রাখা খাবারের চাউল, শিশুদের পড়ার বই পুড়ে গেছে। নিজের চোখের সামনে দুটি প্রাণির পুড়ে (ছাগলের) করুন মৃত্যু তাকে বেশী ব্যথিত করেছে।
খোকসা ফায়ার সাভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম জানান, তিনি নিজে গাড়ি নিয়ে ঘটনা স্থলে রওনা হয়েছিলেন। কিন্তু পথেরমধ্যে গিয়ে খবর পান গৃহবধূর সব পুড়ে আগুন নিভে গেছে।