খোকসায় অগ্নিকান্ডে তিন দোকান ভস্মীভূত

0
122

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একতার পুর বাজারের মুদি দোকানের ফ্রিজের বিদ্যুতের সংযোগ থেকে সৃষ্ট আগুনে তিন দোকান ভস্মীভূত হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেলো বাজারটির ২শতাধিক কাচা পাকা দোকান, ব্যাংক ও এজন্ট ব্যংক।

বৃহস্পতিবার দিনগত রাত ১ টার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের একতার পুর বাজারের এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন ব্যবসায়ীর প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ব্যবসায়ী ও নৈশ প্রহরীদের সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের প্রধান মোড়ের উপরের নাজমুল ইসলামের দোকানের ভেতর আগুনের সূত্রপাত হয়। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে পরে সুনিতি মেডিকেল নামের একটি ওষুধের দোকান ও সরজিত বিশ্বাসের সেলুনের দোকানে। স্থানীয়রা ও খোকসা ফায়ার সাভিসের একটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়।

সুনিতি মেডিকেল স্টোরের মালিক রাজ কুমার জানান, তিনি ভালোভাবে বন্ধ করে রেখে গিয়ে ছিলেন। রাতে স্থানীয়দের ফোন পেয়ে তিন কিলোমিটার দূরে নিজের গ্রাম মাসুয়া ঘাটা থেকে বাজারের আসেন। তার আগেই সব পুড়ে শেষে হয়ে গেছে। তার প্রায় ৪/৫ লাখ টাকা শুধু ওষুধ পুড়ে গেছে।

আরও পড়ুন – মাগুরার বাড়িতে ফিরলো ধর্ষণের শিকার শিশুর নিথর দেহ

কানু বিশ্বাস জানান, আগুন লাগার খবর শুনে সেখানে পৌছনোর আগেই সব শেষ হয়ে গেছে। তার দাবি গ্রামবাসী না এগিয়ে এলে গোটা বাজারই ভস্মীভূত হয়ে যেতো।