খোকসায় অজ্ঞান পাটির খপ্পড়ে সাবেক শিক্ষক

0
158

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক আত্মিয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে অজ্ঞান পাটির খপ্পড়ে পরে জ্ঞান হারানো শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে বাসে খোকসায় আসার পথে অজ্ঞান পাটির খপ্পরের পরেন সাবেক শিক্ষক নিমাইচন্দ্র সাহা। বয়স ৬৫ বছর। তার বাড়ি ফরিদপুর সদরে।

সজ্ঞাহীন বৃদ্ধর নিকট আত্মীয় সুপণ ঘোষ জানান বৃদ্ধ তার শ্বশুরের ভাইরা। তিনি ফরিদপুর থেকে খোকসা কালীবাড়ি পাড়ার তার বাড়িতে আসার পথে অজ্ঞান পাটির খপ্পরে পরেন। সাবেক ই শিক্ষক গোয়াল নন্দ মোর থেকে লোকাল বাসে চেপে আসছিলেন।

খোকসা বাস ষ্ট্যান্ডের স্টাটার নীলা বিশ্বাস জানান, কুষ্টিয়া গামী একটি বাসের ভিতর থেকে বৃদ্ধকে সজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনা হয়। বৃদ্ধের হাতে ঘড়ি, পকেটে মোবাইল ফোন এবং মানিব্যাগে বেশ কিছু টাকা পায়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা: আবির হোসেন সোহাগ জানান, বৃদ্ধের জ্ঞান নেই। এ ছাড়া ভালো আছে। এই হাসপাতালে রেখেই তার চিকিৎসা দেয়া হবে।