খোকসায় অধ্যাপক রফিকুল ইসলাম রানার দাফন সম্পন্ন

0
127
প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলাম রানা

স্টাফ রিপোর্টার

খোকসা সরকারি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রফিকুল ইসলাম রানার দাফন সম্পন্ন।

মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে ঢাকা উত্তরার হাই-কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। (ইন্নালিল্লাহি – রাজিউন)। বুধবার সকাল ১০টায় শোমসপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে ইসলামিক ফাউন্ডেশন এর দাফন দলের শোমসপুর কবর স্থানে তার দাফন সম্পন্ন করেন।

মরহুমের জানাযার নামাজে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা পরিষদের সাবেক প্রশাসক জাফর হোসেন খান, খোকসা সরকারি কলেজের অধ্য আনিসুজ্জামান স্বপন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ।

অধ্যাপক রফিকুল ইসলাম রানার মৃত্যুতে খোকসা সরকারি কলেজ অধ্য, খোকসা প্রেসকাব, খোকসার দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অধ্যাপক রফিকুল ইসলাম রানা গত ১৭ জুন স্টোক জনিত কারণে ঢাক চিকিৎসাধীন ছিলেন।