স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় দেড়শতাধিক শিার্থীদের অংগ্রহন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।
উক্ত অনলাইন কুইজ ও রচনা প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নিদ্ধারণ করা হয়।