খোকসায় অবৈধ বালু উত্তোলনের ড্রেজার জব্দ

0
178

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হাওর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার একতারপুর ইউনিয়নের সিরাজপুর হাওর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনের কাজ বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী। সে সময় কাউকে আটক করতে পারেনি তবে মেশিন দুটি জব্দ করে একতারপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান হবি’র ত্বত্তাবধানে রেখে আসা হয়।

ড্রেজার মেশিন জব্দ করার পরেও পাইপ এবং মেশিনের অবকাঠোমো নদীতেই আছে

স্থানীয় ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র হাওর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। কুঠি কমলাপুরের গড়াই নদীর তীরেও কয়েকশ ফিট বালু উত্তোলন করে রাখা হয়েছে। যা কিনা জিও ব্যাগে ভরে নদী ভাঙ্গন রোধ করা হবে বলে জানানো হলেও খুব সকালে ট্রলি ভরে সে বালি চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে স্থানীয়রা এবং ইউপি চেয়ারম্যান এ চক্রের বিরুদ্ধে ব্যবস্থ্যা নিতে পারেনি।

অবশেষে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলীর হস্তক্ষেপে অবৈধভাবে বালু উত্তোলনের দুটি ড্রেজার মেশিন জব্দ ও বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনা শুনে আসছি। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে দুটি মেশিন জব্দ করে ইউপি চেয়ারম্যানের কাছে রেখে আসা হয়েছে। কাউকে আটক করতে পারিনি। তবে নিয়মিত মামলা দায়ের করা হবে।