স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসার গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে নবজাতকের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালে জানিপুর ইউনিয়নের একতারপুর পশ্চিমপাড়ার শাহাদত হোসেনের ছেলে রশিদের গোয়াল ঘরের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ।
জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান মজিদ জানান, রশিদের গোয়াল ঘরের পাশের একটা পানি ভর্তি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। বিকালে তা আরো প্রকট হয়। প্রতিবেশীরা গন্ধের উৎস্য খুঁজতে গিয়ে নবজাতকের মৃতদেহ দেখতে পান। শিশুটিকে অপরিপক্ক অবস্থায় ভূমিষ্ট করা হতে পারে। খবর পেয়ে থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ জানান, সাত/আট মাসের অপরিপক্ক শিশুর মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরীক্ষার জন্য ডিএনএ রাখা হয়েছে। আপাতত ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।