খোকসায় অষ্টম শ্রেণির ছাত্রের উপর হামলা

0
150

স্টাফ রিপোর্টার

জমি জমার বিরোধের জের ধরে চাচা-চাচীর হামলায় অষ্টম শ্রেণির ছাত্র আবু বক্কর গুরুতর আহত হয়েছে। মামলা করলে আবার হামলা করা হবে বলে হুমকী দেওয়া অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়ার খোকসার শিমুলিয়া ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে বুধবার দুপুরে স্কুল ছাত্রের উপর এ হামলা করা হয়। আহত ছাত্র আবু বক্কর (১৪) এ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

হাসপাতালে চিকিৎসাধিন আহত ছাত্র আবু বক্কর জানায়, সে ও তার এক বন্ধু আপন চাচা মনোয়ার হোসেনের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় তার আপন চাচী সাবিরন তাদের (ছাত্রদের) পথ আটকায়। এ সময় তার চাচা লোহার রড দিয়ে বেধরক পিটায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার উপর হামলার সময় তার বাবা (আনোয়ার) এগিয়ে গেলে তার উপর হামলা করা হয়।

আহত ছাত্রের বাবা আনোয়ার হোসেন জানান, নিজে ছোট ভাই মনোয়ারের সাথে জমি বেচা কেনা নিয়ে সমস্যা য়েছে। আর এ ঘটনার সূত্র ধরে তার এক মাত্র আবু বক্করের উপর হামলা করা হয়েছে। স্কুল ছাত্রের উপর হামলার ঘটনায় মামলা করা হলে আবারো হামলা করারা হুমকী দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীদের কাছ থেকে স্কুল ছাত্রকে উদ্ধার করতে গিয়ে তিনি নিজেও হামলার শিকর হয়েছেন বলে দাবি করেন। ছেলের চিকিৎসার পর তিনি থানায় মামলা করতে যাবেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইফফাত জাহান তনুজা জানান, ভর্তি ওই ছাত্র আগের তুলনায় ভালো আছে। ভাঙ্গা ও আঘাত নির্নয়ের জন্য এক্সরেসহ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে।

স্কুল ছাত্রের উপর হামলা কারী মনোয়ারের সাথে যোগাযোগ করতে তার বাড়িতে যাওয়া হয়। তাকে পাওয়া যায়নি। তার স্ত্রী সাবিরন জানান, আবু বক্করকে মারা হয়নি। ভয় দেখানো হয়েছে। জমি কেনা বেচা নিয়ে আনোয়ার ও মনোয়ারের মধ্যে বিরোধের কথা তিনি স্বীকার করেন।