খোকসায় আইন-শৃঙ্খলার বিশেষ সভা অনুষ্ঠিত

0
42

টাফ রিপোর্টার

কুষ্টিার খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা বিষযক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবীদের সমন্বয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা বিষয়ক এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ইরুফা সুলতানা। অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন মোঃ সাকলাইন।

আরও পড়ুন –কুমারখালীতে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা

সভায় উপস্থিত থেকে আলোচনা অংশগ্রহন করে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন খোকসা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ, উপজেলা সহকারী কমিশনের (ভূমি) রেশমা খাতুন, থানা অফিসার ইনচার্জ আননুর জায়েদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ আমজাদ আলী মুন্সি লিটন, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা সরকারি কলেজের প্রভাষক রাহাত হাসান, শোমসপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুজ্জামান কাজল, এবি পার্টির জেলা আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী, জামাত ইসলামের নায়েবে আমির হাফেজ মোর্শেদ, জামাত ইসলামের উপজেলা আমির নুরুল ইসলাম, এবি পার্টি উপজেলা আহবায়ক মুক্তার হোসেন, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লূ, বৈষম্যবদী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক সাইফুজ্জামান সাচ্চু, সমন্বক আরিফুল ইসলাম, সমন্বয়ক আবরার তামিম প্রমুখ ।