স্টাফ রিপোর্টার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জ ৭৮ কুষ্টিয়া- ৪ আসন থেকে দ্বিতীয় আওয়ামী লীগের নৌকা প্রতিক পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আওয়ামী লীগের একাংশ।
রবিবার বিকালে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থীদের নাম ঘোষনা করেন। এ ঘোষনার মাধ্যমে কুষ্টিয়া -৪ (খোকসা-কুমারখালী) আসনের বর্তমান এমপি সেলিম আলতাফ জর্জের মনোনয়ন চুড়ান্ত হয়। তিনি দ্বিতীয় বার নৌকা প্রতিক পেলেন। এর পর পরই উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা উচ্ছাসে মেতে ওঠেন। তারা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে একটি আনন্দ মিছিল বেড় করেন। মিছিলটি প্রধান বাজার ও আশে পাশের এলাকা ঘুরে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে এসে শেষ হয়।