স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েলের থেকে জ্বলে ওঠা আগুনে এক কৃষকের দু’টি গরু পুড়ে মারা গেছে।
রবিবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার একতারপুর ইউনিয়নের চর দশকাহুনিয়া গ্রামে প্রান্ত্রিক কৃষক শ্রীবাস সরকারের গোয়াল ঘরে আগুন লাগে। মুহুত্যের মধ্যে ঘরটিতে আগুন ছড়িয়ে পরে। গ্রাম বাসীরা পানি দিয়ে আগুন নেভাতে ক্ষমহয়। কিন্ত ততক্ষনে কৃষকের গোয়াল ঘরে বেঁধে রাখা একটি গাভী ও একটি বড় ষাড় গরু পুড়ে মারা যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
আরও পড়ুন- ইবি-কুমারখালী রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চালুর দাবীতে স্মারকলিপি পেশ
প্রত্যক্ষদর্শী কানু বিশ্বাস, রাত ৩টার দিকে কৃষক শ্রীবাস সরকারের বাড়িতে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। এ সময় গ্রামবাসী আগুন নেভাতে উদ্যোগ নেয়। প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়নন্ত্রনে আসে। কিন্তু তার আগেই কৃষকের দুটি গরু আগুনে পুরে মারা যায়।
কৃষক শ্রীবাস সরকার জানান, গরু গুলো তার পূজি ছিলো। প্রতিদিনের মত দুর্ঘটনার রাতে তিনি গরুর ঘরে মশা তাড়ানোর কয়েল জ্বেলেদিয়ে এসেছিলে। মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি মনে করছেন। এ ছাড়া তার (কৃষকে) সাথে গ্রামের কারো কোন বিরোধ নেই। সে তার এমন ক্ষতি করতে পারে।