স্টাফ রিপোর্টোর
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয় অস্ত্রসহ শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জান গেছে, শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাদিরপুরে জনৈক আনোয়ার আলীর (সাবেক কুষ্টিয়া সদর পৌর মেয়র) লিচু বাগানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ১১/১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুুতি নিচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতারা পালাতে চেষ্টা করে। সেখান থেকে তিন ডাকাত সদস্যকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশী করে দেশীও তৈরী একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ট লিডবল কর্তুজ ও একটি চাইনিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলি আলামত হিসাবে জব্দ করা হয়।
আটক ডাকাত দলের সদস্যরা হলেন, খোকসা উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, পিতা তেছেম আলী, তাসলিম শেখ (২৮), পিতা- নজরুল ইসলাম, মোঃ বিল্লাল শেখ (৪০), পিতা- সলাম আলী শেখ, মোঃ রোকন শেখ (২৬), পিতা- মোঃ মজনু শেখ। আটক সবার বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।
আরও পড়ুন – পাগলা মসজিদের দানবাক্সে এবারে ৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেলো
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই লিচু বাগানে ডাকাত দলের সদস্যরা প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে চেষ্টা করে। ঘটনা স্থল থেকে তিনজনকে আটক করা হয়। ধৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে আগ্য়ে অস্ত্রের মালিক মোঃ সিরাজুল ইসলাম কে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন – বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের
উল্লেখ্য, শ্রমীক লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদকসহ অসংখ্য অভিযোগ রয়েছে।