খোকসায় আট জুয়াড়ী আটক

0
179

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে পুলিশ ৮ জুয়াড়ীকে আটক করেছে।

শনিবার দুপুরে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে খোকসা থানায় জুয়া খেলার অপরাধে ১৮৬৭ সালের জুয়া আইনে ৩(৪) ধারা মোতাবেক একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং – ১৫ তারিখ ৩০ শে আগস্ট ২০২০।

খোকসা থানা এএসআই হোসাইন মোহাম্মদ এমদাদুল হক বলেন, শনিবার দুপুর সোয়া ৩ টায় দেবীনগর নুর সমীর মল্লিক এর বাড়িতে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, পাতাহার (৩৫), আব্দুল হাকিম (২৫), লাল্টু শেখ (৩২), শিপন আহাম্মেদ (৩০), নূর ছমির মল্লিক (৩২), সুজন আলী (৩০), ও শরিফুল ইসলাম (৫২)।

এদের সকলের বাড়ি উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে। এছাড়াও পার্শ্ববর্তী উপজেলা কুমারখালীর গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ কাজল শেখ (৪৮)। এদের সকলকে রবিবার দুপুরে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহুরুল আলম জানান, সমাজ থেকে অন্যায় অত্যাচার ও অপকর্ম দূর করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।