স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি এবং বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা চত্বরে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সমাজসেবা অফিসার শাম্মী আক্তার যুক্তি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। ।