স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির নেতাদের মধ্যে দফাই দফাই হামলা পাল্টা-হামলায় দুই নেতা আহত হয়েছেন। আহত এক নেতার অভিযোগ নেই। তিনি বললেন “ আমারা একই দলের লোক। ওরা ছোট ভাই মানুষ। আজ গন্ডোগোল হয়েছে কাল ঠিক হয়ে যারে”।
রবিবার দুপুরে উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছায় জমি মাপা কেন্দ্র করে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান রাজিবের উপর হামলা করে প্রতি পক্ষ ইউনিয়ন বিএনপির এক নেতার সমর্থকরা। এ হামলার ঘটনা কেন্দ্র করে খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাইসারুল আলম সৈয়ুদ বিশ্বাসের হামলা করে প্রতিপক্ষ। এ সময় তিনি উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। ভাংচুর করা হয় তার ব্যবসা প্রতিষ্ঠানটি। পৃথক ঘটনায় আহত যুবদল ও বিএনপি নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় যুবদল নেতার পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। তবে প্রতিপক্ষ এ নিয়ে কথা বলতে রাজি হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা যুবদল নেতা যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান রাজিব জানান, তিনি তার ইউনিয়নের সাবেক এক মহিলা মেম্বর ও বর্তমান মেম্বরের বিবাদমান জমি মেপে সমাধান করার উদ্যোগ নিই। কিন্তু এ ঘটনায় খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাইসারুল আলম সৈয়ুদ বিশ্বাসের লোকজন তার উপর হামলা করেন। হাসমলা কারী তাকে আটকে শরীরের বিভিন্ন স্থানে বস্তা সেলাই করার ভ্রমর বিধিয়ে দিয়ে নির্যাতন করেছে। তার উপর হামলা কারীরা প্রত্যেকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসেছিল। হামলায় তার শরীরে কমপক্ষে ১০ সেলাই দিতে হয়েছে।
যুবদল নেতা রাকিবুল হাসান রাজিব আরও জানান, রাজনৈতিক বিরোধের জের ধরে তাকে হত্যার পরিকল্পনায় হামলা করা হয়। তার স্ত্রী বাদি হয়ে থানায় মামলা দিতে গেছেন।
আরও পড়ুন – খোকসা ব্লাড ডোনার্স সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
হাসপাতালে চিকিৎসাধীন খোকসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাইসারুল আলম সৈয়ুদ এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। তিনি বললেন “ আমারা একই দলের লোক। ওরা ছোট ভাই মানুষ। আজ গন্ডোগোল হয়েছে কাল ঠিক হয়ে যারে”।
আরও পড়ুন – ভাই-ভাতিজার হামলায় আহত শহিদুল মারা গেছেন
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আয়শা খাতুন বলেন, দুইজনের অবস্থা বেশ গুরুতর। তারা ভর্তি আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষন করা হচ্ছে।
আরও পড়ুন – খোকসায় ধর্ষীত শিশুর বাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম জানান রাত সাড়ে ৯টা পর্যন্ত কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা।